* সম্প্রতি গবেষকরা এক বিশ্লেষণে পুরুষদের সকালে ঘুম ভাঙার পর লিঙ্গ দাঁড়িয়ে থাকার কারণ ব্যাখ্যা করেন। তারা মনে করেন এর মূল কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন । তবে পুরুষেরা ভোরে যৌনতায় আগ্রহী হলেও নারী এ সময় যৌনতায় সেভাবে আগ্রহী থাকে না।
গবেষকরা বলেন, নারী যখন রাতে ভালোবাসার পরিপূর্ণ স্বাদ নিতে চান তখন পুরুষ ঘুমে ঢুলতে থাকে। এর কারণ হলো নারী ও পুরুষের হরমোনের পার্থক্য। আর এ পার্থক্যের কারণেই উভয়ের দেহঘড়ি একত্রে চলে না। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুরুষের হরমোনটির মাত্রা ১৫ শতাংশ বাড়িয়ে দেয় পাঁচ ঘণ্টার বেশি ঘুম।
পুরুষের টেস্টোস্টেরন হরমোন ভোর ৫টায় সর্বাধিক থাকে। দিনের অন্য সময়ের তুলনায় এ মাত্রা ২৫ থেকে ৫০ শতাংশ বেশি থাকে। সকাল ৬টায় পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে না। ঘুম যত লম্বা হয় হরমোনটির প্রভাবও তত বেশি হয়।
যদি কোনো পুরুষ সকাল সাতটায় ঘুম থেকে উঠে তখন তার দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা থাকে সর্বাধিক। আর এ কারণেই সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে। তবে দিন শেষে পুরুষের এ হরমোনটির মাত্রা কমেতে থাকে।